আমি তো এইরকম দার্শনিক।
ক্ষমার দৃষ্টিতে কি করা যায় না
একটু মনের মতো আধুনিক।
প্রেমের বেলায় পারিনা বুঝতে
কোনটা ঠিক  আর কোনটা বে-ঠিক!
রত্নাকর ও তো ছিলো রে ভাই ভন্ডুলিক
আমি তো মানব সামান্য  ওগো প্রিয়
হতে পারবো তোমার সেবিক।
আমি তো এইরকম দার্শনিক!
প্রেমের বেলায় পারিনা বুঝতে
কোনটা ঠিক  আর কোনটা বে-ঠিক!
বোঝালেই বুঝি তোমাতে ভাবি
জীবন গড়ার একমাত্র পথিক। 
আমি তো এইরকম দার্শনিক!
ক্ষমা শুধু তুমি পারো সর্বদা করতে
কারন তো তুমি ক্ষমার আর্থিক।