কেমন আমার স্বপ্ন বলো
ঘুমের ঘরে তোমাকে দেখি!
যার তরে মন গরলো আমার
তার তরেই হইলাম বন্ধি।


ঘুমন্ত রাত জন্ম দিল আমার
দিগন্তের সেই শুকতারা!
এক মুহূর্ত ভাল নাইরে আমি
প্রিয় গো! বন্ধু তোমায় ছাড়া।


তোমার কথায় বনের লতারা
মেঘের নীলিমায় গান গায়।
নয়ন তাঁরায় স্বপ্ন ছড়ায়!
আমার মনের বিষম বর্ষায়।


মন ইশারায় ভিজতে বলে
সমুদ্র নীল জলের কোলে।
দখিন হাওয়া উদাস চাওয়া
তোমার কথায় কবিতা লেখা।


জোসনা রাতে চান্দের সাথে
তোমার কথা বলি তারে।
মন তো আমার মেঘের মতো
তাই ভাসি তোমার প্রেমে!