মন আমার বড়োই একা আজ
জ্বর মাথা ব্যাথা হালকা একটু কাশ!
তোমাকে ডাকছি দিলে না একটু আভাস
তুমি আমার সুস্থ শরীরের নিঃস্বাস।
টানছে ঘুম চোখের পাতায়
আসছে না সে তোমার ভাবনায়!
রাত ধাবিত যাত্রী আমরা অস্থির জানালায়
দাঁড়িয়ে থাকি সারাটা রাত বৃষ্টির মালয়।
মন আমার বড়োই একা আজ
জ্বর মাথা ব্যাথা হালকা একটু কাশ!
ভালোবাসি বলে করছি উপহাস
দোষটা ছিলো আমার মধ্যে আজ।
তোমাকে বলি নাই  ঘুমাতে
আমার যে নেই কোন কাজ।
এক মুহূর্তে কাছে না পেলে তোমায়
মনের মধ্যে জাগে অবুঝ প্রেমের হুতাশ।
ভালোবাসি বলে করছি উপহাস!
মন আমার বড়োই একা আজ
জ্বর মাথা ব্যাথা হালকা একটু কাশ!


(কোচবিহার ১২/০৭/১৯)