আমি স্বপ্নকে ভালোবাসি,
নির্জন কোনো এক বিকেলে তোমায় খুঁজি।
হাতে হাত রাখার প্রয়াস করি, একটু হাঁটবো বলে!
সবকিছুতেই একটু-আধটু যদি ভালোবাসা দিতে,
স্বপ্ন নিয়ে কবিতা লিখতাম ঐ একটু-আধটু করে!


আমি স্বপ্নকে ভালোবাসি,
সাদা কাগজে স্বপ্ন নিয়ে ভাবি; আঁকবো বলে,
একটু-আধটু ভুল হলে মুছবো তা কিসে?
আমার আমিতে হতাশায় যাই মিশে।
স্বপ্ন, তুমি শান্তনা যদি দিতে একটু-আধটু করে।


আমি স্বপ্নকে ভালোবাসি,
দেখবে কি আমায় ঘুমন্ত আলোকে?
প্রেমের পথিক কাঙ্গালের বেশে কেমন থাকে দাঁড়িয়ে।
হাত দুটো বাড়িয়ে দিতে যদি একটু-আধটু ভেবে।
স্বপ্ন তুমি স্বপ্নই রবে, না-কি একটু-আধটু  স্বপ্ন দেখিয়ে,
চলে যাবে ঘুম ভাঙ্গানো সেই নিষ্ঠুর ভোরের আলোকে?



স্থানঃ শীতলখুছি,কোচবিহার,পশ্চিমবঙ্গ।
লেখার সময়ঃ রাত ১১:৩০—০১:৩০ মিনিট।