তুমি চোখের পাতায় দেখো
পারলে ছবিটা আমার আঁকো।
দেখবে শরীর টা অগোছালো
আঁকতে পারবে না তুমি!
যতোই আরো কালি ঢালো।
তুমি কান পেতে শোনো;
ধ্বনি গুলো হচ্ছে এলোমেলো
কথার সুর নেই আগের মতো।
আলতো করে হাতটা ছুয়ে দেখ
আগুনে পোড়ায় যেমন কাঁচা কাস্ঠো।
আমি তো নেই আগের মতো
অগ্রে সুখের আলো, তবুও দেখছি কালো।
বুঝতে পারিনা আপন ভালো,
লোকটা আমি ভিষণ মন্দ!
একটু চেষ্টায় ছবিটা আমার আঁকো।