আমি বাঁচতে চাই হাজার বছর
পৃথিবীর রঙিন মেলায় তোমার সাথে।
পাখির কণ্ঠে বৃষ্টির ছন্দে
আমি বাঁচতে চাই,তোমার ভালোবাসায়।


আমি বাঁচতে চাই তোমার আকাশে
সময় স্রোতে মিশে,
শরীরের অণু পরমাণুতে।


পাখির কণ্ঠে ফুলের ঘ্রাণে
মনে মনে গানে গানে,
আমি বেঁচে থাকতে চাই
যৌবনের প্রতিকে,
তোমার সাথে হাজার বছর।


আকাশের চাঁদ কে বলি শত কথা
তোমার কোলে মরতেও নেই যে দ্বিধা!
সুখে হাসি আর  ব্যথায় কাঁদি,
বাঁচতে চাইযে অনেক বেলা।



(১৩/০৮/১৯ শান্তিনিকেতন)