যাচ্ছি আমি  শান্তিনিকেতন
লক্ষ্মীটাকে ছেড়ে হচ্ছি অচেতন।
কিভাবে হবো পাশে থাকার আনমন!
সে যে আমার অমুল্য রতন।


যাচ্ছি আমি শান্তিনিকেতন
সে তো জানে না রে ভাই!
এই ভ্রমন, খারাপ লাগার কারন।
একটু কাছেই গো, শান্তি যে পাই!
কত সমীক্ষায় কাছে যে রই
মনের অজান্তেই আঁখি দুটো ঝড়াই।
তার আঁচলে পাবো কবে
আজীবন ঘুমানোর ঠাঁই।
এই ভেবে গো আমি আমায় খুজে পাই!
হতে পারবোনা কখনো অচেতন
যাচ্ছি আমি শান্তিনিকেতন।
"সে যে আমার শান্তির আমন্ত্রণ!"



(শিলিগুড়ি ০৮/০৮/১৯)