মনের ইশারায় বউ বলি গো তোমায়!
মনটা আমার হীন, শুধু অধিকার চায়!
ধারন করা অনুভূতি আর বারন করা মন
যুগলপ্রেমের অন্দরে সুখ দেখি গো সর্বক্ষণ।


মনের ইশারায় বউ বলি গো তোমায়!
বিকেলের নিস্তব্ধতা শিহরণ জাগায়,
তোমার কাছে থাকার কঠিন জল্পনায়;
দুজনের সেই অভিমানের আল্পনায়।


মনের ইশারায় বউ বলি গো তোমায়!
চাঁদকে দেখি,  কতটা দুরে সে
তবুও কাছাকাছি কেন মনে হয়?
প্রশ্ন জাগে অবুঝ মনে ভাবনার নিরালায়।


মনের ইশারায় বউ বলি গো তোমায়!
স্বচ্ছ শীতল হিম তুমি আলিঙ্গন করো আমায়।
স্মৃতিগুলো সব একত্র হয়ে মনকে নারা দেয়,
তোমার চুলের আলতো ছোঁয়া, ধন্য করে আমায়!
তাইতো বারবার বউ বলেই ডাকবো তোমায়।