তোমার বিরহে সকল বাঁধা
ভেঙে যেতে পারি, ও দুঃখ বিলাসী।
নানান কথার সকল স্থলে যতই তোমায় ভাবি
মন কাতর হয় নিবিড় আশায়,  ধুকপুকিয়ে কাঁদি।
বুঝতে পেলেও বোঝনা তুমি,  ও দুঃখ বিলাসী! 
একা রাতে তোমার কথা ভেবেই কাঁদি।
কিসের জন্য এতো বিরহে কটাক্ষ আমায়
বলে দাও তুমি,  মরছি কঠোর জালায়।
না বাঁচলে আমি, মনে রেখো তুমি
তোমার সাথে আরি! ও দুঃখ বিলাসী।