আমার পাগল মন, যদি হারিয়ে যায় অজান্তে কখন,
হাজার ডাকলেও কেউ খুঁজে পাবে না তখন।
মিথ্যা মিথ্যা গুলো সত্যি হবে যেদিন, 
কাছের মানুষের কাজে অপরাধী হবো সেদিন।
হৃদয়ের কাতর ব্যাথা তো হবে আমার ঐদিন,
বাঁচার আসা করেও মরতে হবে যেদিন।
থেমে যাবে কবিতা,  হবে না কারোর মন রঙ্গিন!
ডাইরি টাও পাবে একাকী থাকার স্বাধীন।


মৃত্যুকে জানি না করিতে হয় ভয়!
তবে নাকি গুণিজনে মুর্খ তাহাকে কয়।
কি করবো সজন, মৃত্যু হীনা তাহারে যে মন!
ভুলিতে নাহি পায়। পাগল হৃদয় যে বাঁচিতে চায়।
অন্ধকার জীবন জানিনা কেমন হয়,
কষ্ট হলে-ও নাকি,  মনের সৃজন খানি ভুলে থাকা যায়।
জীবনের  শেষ কবিতাটাও যেনো তাকে নিয়েই হয়!


"বেদনায় বিলিয়ে দেও গো মোরে"


(১৭/০৮/১৯শান্তিনিকেতন)