যদি ভরিয়া নিবে কুম্ভ,  তবে এসো হৃদয়নীরে
আমার বুকে যত সপ্নগুলো সবি-যে তোমারে ঘিরে!
আকাশ কাঁদে যখন ঘনকাল আঁখিতে ছলছল
সেই সুকোমল চরন দুখানি অগ্রসর যে ধিরে!
আজি বর্ষা গাঢ়তম নিবিড়-কুন্দলমসম
প্রেমের মেঘ নামিছে দেখো মম দুইটি তীরে।
যদি ভরিয়া নিবে কুম্ভ,  তবে এসো হৃদয়নীরে
আমারো সঙ্গে ভাসিয়া চলো আপন ভুলে;
হেথা শ্যাম দূর্বাদল নবনীল নভস্থল:আনমনে,
প্রেমের বিকশিত বনস্থল বিচক ফুলে।
দেখবে তুমি "দুটি কালো আঁখি দিয়া মন যাবে বাহারিয়া ;
আঁচল খসিয়া গিয়া পরিবে আমারো চরনে।
যদি ভরিয়া নিবে কুম্ভ,  তবে এসো হৃদয়নীরে
নীলাম্বরে কিবা কাজ,  তীরে ফেলে আসো আজ'
ঢেকে দিবো সব লাজ সুনিল জলে।
সোহাগ-তরঙ্গ রাশি অঙ্গখানি দিবে গ্রাসি,
উচ্ছসিত মনোবল ভাঙ্গিবে আপন হৃদয়ে!
যদি ভরিয়া নিবে কুম্ভ,  তবে এসো হৃদয়নীরে



(শীতলখুছি ২৯/০৭/১৯)