আমি তো পাথর ছিলাম
ছিলাম নিজেতে অম্লান!
আজ আমি তক্ষবাসিনী
হৃদয়ের জন্য  কাঁদিতে পারি।
এদিক ওদিক একটু হলেই
চোখে যে অশ্রুর বান ডাকে!
একটু ক্ষনে হৃদয়টারে সঙ্গোপনে
মন আরাল করে না তাঁকে।
এই কম্পিত মনটা আমার
তাকে ডাকে যে বারে বারে।
আজ আমি মাধুরি মিশিয়ে
একাকী নির্জনে কাঁদিতে পারি!
তারে যে বড্ড ভালোবাসি।
হাজার স্বপ্ন হয় রাশি রাশি ;
না বুঝে অন্তরালে পরতে পারি ফাঁসি!
এখন যে মন,  কাঁদিতে পারি।
ভয়ের সশিষ্য সে যে আমার
সর্বত্রই এক অনাবিল ভাবনার নারী।
যাঁর হৃদয়ে আপন ভুলে গিয়ে
নিজের নামটা লিখে ফেলেছি।
অজান্তে মুছে যাওয়ার ভয়ে
গুমরে গুমরে একা কাঁদি!
জীবনের অন্তিমে বেঁচে থাকলে ওগো
সঙ্গী হয়ে যেন থাকি।
তাঁকে ছাড়া আমি যে বড্ড একাকী!
সবার আরালে পরশ বিনে
সহস্র অশ্রুতে কাঁদিতে পারি।



(একাকী নির্জন ৩১/০৭/১৯)