ভুল তো আমি করেছি তোমার কাছে
কোন অনধিকার আবদার করে
তবে তুমি ক্ষমা করো আমায় ।
আমি যা পাবার যোগ্য নই
হয়তো বিশ্বাসে আঘাত দিয়েছি,
এক অত্যধিক আবেগী হয়ে ।
হয়তো আমার অপরাধ ক্ষমার অযোগ্য ।
তবুও তুমি আমায় ক্ষমা করো ।
আমায় ক্ষমা করো তোমার মানবতা থেকে
যদি তা না পার তবে অভিশাপ দিয়ো;
যাতে করে ধ্বংস হয়ে যেতে পারি ;
চলে যেতে পারি এই পৃথিবীর বুক থেকে ।
তিলে তিলে জ্বলে পুড়ে যেন মরতে না হয় ।
অতি সহজে যেন চলে যেতে পারি অনন্ত্বের আশায়
তবুও তুমি বলো না, ভুলে যেতে তোমায় ।
তোমাকে ভুলে যেন বাঁচতে না হয় ।
তোমার শূন্যতা প্রতিনিয়ত আমাকে শুধু কাঁদায়।
ক্ষমা করো, ক্ষমা করো তুমি আমায়।


"""করুনা করো মোরে"""


(শান্তিনিকেতন ১৮/০৮/১৯)