এখন আমার ক্লান্ত কাল
বিকেলকে দেকছি সকাল।
খুজছি মনের দুর্বলতার দার
হয়ে যাচ্ছি বেজায় মাতাল।
হুর মুড়িয়ে পরছি দেখো
মনের ভুলে নিজেই পোড়ামুখো!
হাসছে সবাই মিলে মিশে
ছাড়ছি কেন আপনার হাল,
হয়ে যাচ্ছি বেজায় মাতাল!
এখন আমার ক্লান্ত কাল
ভুল বুঝছে সবাই কেন?
আমি নাকি বড়োই বেখেয়াল।
খুজতে গিয়ে সান্তনার জাল
যদি হয়ে যাই নাজেহাল,
তবু্ও আমি বেজায় মাতাল!
এখন আমার ক্লান্ত কাল৷



(২৪/০১/২০২০ শীতলখুছি)