তুমিতো আছো প্রিয়, ঘরে
আমার মন যে বেরোয় ঘুরে ;
তোমার দেখা নাই আদুরে!
কি করে থাকি বলো তোমায় বিনে।
কোথায় তুমি বলো ও রাঁধে
একটা আঁধারে খুঁজিব তোমারে,
দেখা দেও না আমারে!
শুন্য খাতায় বানি উঠিয়ে
খোঁজার চেষ্টা আপন মনে;
কোথায় তুমি, দেখা দেও না আমারে।
তোমায় বিনে হাহাকার
এই পাগলের রত্ন ভাদুরে।
তুমি যে কতটা দুরে
খুজতে থাকি সারাটা ভোরে!
ও প্রিয় রাঁধে তোমারে বিনে;
অন্ধকারে জীবন মোর বিষাদে।