কতোদিন  হয়নি লেখা মনের আকুতি,
জরিয়ে আছে আমার  না লেখায় স্মৃতি!
দাঁড়িয়ে ছিলেম না-গো পথে তোমার
হৃদয়ে কলঙ্ক নিবো তাই খুলেছি দুয়ার।


কতোদিন হয়নি লেখা নয়নের তৃষ্ণা,
পিপাসিত স্বভাবে তোমায় দেখেছি!
এঁকেছি পাতায় শঙ্খপাপড়ি তোমার ;
হৃদয়ে কলঙ্ক নিবো তাই খুলেছি দুয়ার।


কতোদিন হয়নি লেখা কেশের বাহার,
হালকা কিরণে যেন স্বর্নমালীকা!
সুবাসি রজনীগন্ধা ঝলমলিয়ে নাসিকার আহার!
হৃদয়ে কলঙ্ক নিবো তাই খুলেছি দুয়ার।


কতোদিন হয়নি লেখা হাসির অঙ্গার,
মনি-মুক্ত ঝরে যেন স্বর্গের দ্বার!
হতাশ কবি আমি করি অভ্র- চার;
হৃদয়ে কলঙ্ক নিবো তাই খুলেছি দুয়ার।


লেখাঃ তীর্থ রায়।
২০-০২-২০২১ইং