একদম ঠিক নীহারিকা সে,
চাঁদের মতো মুখ তাঁহার
আমার হৃদয়কে খন্ড করে!
তার আঁখিতে সূর্যের কিরন
মৃদু হয়ে আমায় বিলি করে।
সে আমার নীহারিকা বটে!
অঙ্গে তার পুর্নিমার আলো
শুদ্ধ করে মনের কালো!
কপালের ছোট্ট টিপে যেন
নক্ষত্র হয়ে বাস করে।
একদম ঠিক নীহারিকা সে।
কেশরী দোলে আলতো হাওয়ায়!
যেন পাতা নড়ছে কৃষ্ণচুড়ায়।
হাসিতে তার শীতল ছোয়া
কাপছে হৃদয় আমার ছন্নছাড়া।
তার ভাবনায় আমি দিশেহারা!
সে যে, আমার নীহারিকা।