ক্লান্ত প্রকৃতি হয়তো তুমি গভীর ঘুমে আচ্ছন্ন,
চারদিক নিস্তব্ধ , শান্ত নীড়।
আকাশে সাদা জোস্না বহমান,
নিকটে বইছে স্বচ্ছ বাতাসের ঘ্রাণ।


উজ্জ্বল আকাশের বুকে ভেসে বেড়ানো,
তাঁরা গুণছি ক্লান্ত দুচোখে।
আমার একাকী নির্ঘুম রাত,
বাতাসে এলোমেলো সাদা ডায়েরির পাতা।


শব্দগুলো থমকে যায়,
শব্দগুলো ভেসে যায় রাতের অলক্ষে।
কথাগুলো বাজতে থাকে,
বুকের ভেতর কোনো এক নিদারুণ ব্যথায়।


আমার সেই স্বাধীন নিস্তব্ধ আলো,
বয়ে যাবে সমস্ত আধার কালো নিঝুম দ্বীপে।
কথাকলি সাথে যাবে কল্পনার সরেন
নিস্তব্ধ কাটবে দেখবে তোমার চন্দ্রকান্তে।