সকল আশায় হচ্ছে  কেন গো এত ভয়?
আমি যে বড়োই অসহায়!
তোমার কোলে জীবন আমার সঁপেছি অন্তরায়,
ভেবে দেখ সখী," এ যে পাগলামি নয়! "
বড্ড ভালোবাসি  প্রিয় তাই পাগলামি মনে হয়।
তুমি যে পরম সত্য,  আমি হয়েছি আসক্ত!
মরন বিনা মুক্তির আশা বৃথা মনে হয়;
ভালোবাসি ওগো তাই পাগলামি মনে হয়।
সার্থ বিহীন কবিতা লিখি, নেই কোনো  আলয়,
তবু বারেবারে এতো ভয় কেন গো হয়।
কেউ তো জানেনা কতটা সমর্পণ এই হৃদয়!
তেমনি ভয়ে কাঁদি গো সখী মনের নিরালায়।
হৃদয়ের প্রকাশে করি না গো বিলম্বিত,
তুমি সৃজন আমার আর তুমি অন্ত।
তুমি যে পরম সত্য,  আমি হয়েছি আসক্ত!
মরন বিনা মুক্তির আশা বৃথা মনে হয়;
ভালোবাসার ওজন মাপতে পারি না সখী,
বারংবার শুধুই পাগলামি মনে হয়।