তুমি গিয়েছিলে পাহাড়ে
অক্লান্ত মনের ঘুরার আহারে!
আমি তো থাকতে পারিনি পাশে,
মন কেঁদেছিল একটু আড়ালে!
হাজার ভালোবাসা জমছে যে
এই আপন মনের ছোট্ট পাহাড়ের।
উঁচু নিচু পাথরের পথে তুমি
হাঁটলে যখন খালি পায়ে
ভয়ে বুকটা ধড়ফড় করে উঠে।
তবুও নিজেকে বুঝতে দেইনি ;
আমার হৃদয় টা আছে তো উৎফুল্লে।
তুমি গিয়েছিলে পাহাড় ভ্রমনে!
কল্পনায় সাধিছি আর আনন্দে কেঁদেছি
তোমার মনের আন্দলনের তাগিদে!
আমার মঙ্গলকাব্য ওগো তোমাতে ঘিরে।
তুমি গিয়েছিলে পাহাড়ে
অক্লান্ত মনের ঘুরার আহারে!



(০২/০৮/১৯ মাথাভাঙ্গা, কোচবিহার)