রত্ন-কমলা শৌখিন মমতা
মিশিয়ে দিলো সব নিরবতা।
ভাঙে দুয়ার খুলে উদার
সর্ব  সকল বাঁধা  রটন করিয়া;
অম্বিকাচরণ প্রেমের অর্ধাশন।
ধরিয়া মনের ঋষি-অঙ্গিরা
করিলা মোরে বাসনায় ভর্তি!
সৃষ্ট তাহার মিলন সহায়
রুদ্র অভয় দিচ্ছি পাড়ি।
সম্মুখ যার চন্দ্র জটা!
বাঁধনে বাঁধিয়া নিত্য খেলা
উগ্র দম্ভক স্ফীতি তাঁহার ;
জ্যেষ্ঠ যুগ্ম প্রেমের প্রদীপ
জ্বলে নিরন্তর স্বপ্ন স্বাধীন।
সর্ব  সকল বাঁধা  রটন করিয়া
অম্বিকাচরণ প্রেমের অর্ধাশন।