আমার বাড়ির পাশে রূপের নগর,
পড়শি মাঝে মাঝে দেখা দেয়,
তাকে নিয়ে আমার লিখতে পারা!
যদি ঠিক ঠাক অন্ধ ভাস্করের মতো
গড়তে পারি তার প্রতিমা।
ঠিক যেনো নারী নয়,
নারীর অধিক সুন্দর,
স্বর্গ থেকে আসা বালিকা,
যেনো হিমু তার নাম,
যদি লিখতে পারো এইসব,
তবেই কবিতা হবে,
কবিতার খাতা ভরে উঠবে রাধাচূড়া ফুলে।