সুর্য উদয়নের কিছুটা দেরিতে!
আমার মুঠোফোনটি হাতে করে,
সাহস জাগিয়ে মনে ফোনটা করে ফেলি!
তোমার কন্ঠে যে গো ভীতু সুরে বলি,
ওগো  ঘুম থেকে উঠেছ তুমি।
তুমি আলতো গলার পরশ দাও! 
আমার হৃদয়ে স্পন্দন স্থির।
তোমাকে ভেবেই দিনের শুরুটা
শান্ত অক্লান্ত উত্থান জাগরিত করে।
তুমি মিটমিটিয়ে বলো,উঠিনি আমি,
আমার মনে প্রশ্ন জাগে,  উঠেনি?
আমি ধন্য বোধগম্য তোমাকে জাগিয়ে।
সুর্য উদয়নের কিছুটা দেরিতে!
আমার মুঠোফোনটি হাতে করে,
ভালোবাসার আদর পেতে চাই!
সকালের মৃদুমন্দ বাতাসের তালে।
যখন ঠিক সকাল ছয়টা বাজে,
পাখিদের কলকাকলীতে মনের ঘোরে;
তোমার কন্ঠে সুর্যের রশ্মি ছড়িয়ে পরে।
যখন ঠিক সকাল ছয়টা বাজে!