এখন,শরৎ এসেছে পথের সৃজনে
মন সাজছে নতুন গোপনে!
স্বপ্ন  গুলো  উঁকি দিচ্ছে আড়ালে
অক্লান্ত  আসা বাসা বাঁধে হৃদয়ে।
সে যে রূপবতী,  অবলা বলি তারে!
শরৎ এসেছে পথের সৃজনে।
আসছে দিন ঘনিয়ে যাবো তোমাকে নিয়ে;
অচিনপূরের সেই শরৎ বনে!
নানান সাঁজে  সাজাবো তোমায়
অপরুপের বরন ডানায়,  চুপটি করে!
শরৎ এসেছে পথের সৃজনে।
চন্দ্রপুকুর নদীর মত!
হৃদয় যেন খুঁজে পেয়েছে আলো,
আঁখি দুটি সর্বক্ষণ চেয়ে থাকে যেন!
আমার গর্ব যে, সেই অবলাকে নিয়ে
শরৎ এসেছে পথের সৃজনে।
বারবার তাই স্নেহ ভরে রাখি,
এ যে আমার অনন্তকালের বাণী।