দ্বীপ শিখার সুখের প্রদ্বিপ উঠলো জ্বেলে
তাঁহারে আমি দেখিলাম দুটি চক্ষু মেলে!
হাজার কষ্টকেও চাপা দিয়ে আনমনে
চুপটি করে ভালোবাসা দেয় যে বিলিয়ে।
ও রাধীকা তুমি আমার, বাঁধিছো প্রেমেরো ডোরে!
দ্বীপ শিখার সুখের প্রদ্বিপ উঠলো জ্বেলে
তাঁহারে আমি দেখিলাম দুটি চক্ষু মেলে!
যেদিকে তাকাই দেখিতে পাই শুধু তাহারে ;
রাতের মৃদু চাঁদের আলোয় ফুটফুটে।
ঝলসানো কিরন ছ্মছ্মানি দেহ খানি আমার,
শিতলো ছায়ায় ভরিয়ে দেয় ভালোবাসার সমাহার!
দ্বীপ শিখার সুখের প্রদ্বিপ উঠলো জ্বেলে
তাঁহারে আমি দেখিলাম দুটি চক্ষু মেলে!
হৃদয় আমার করে যে আহার, সব ক্লান্তি ভুলে,
ভালোবাসার সুখের চয়ন দুটি খুলে।



(০১/১১/১৯ মাথাভাঙ্গা)