হাজার ব্যস্ততা শেষে  তুমি
সামলাতে পারো আমাতে!
ভাবলাম লিখে যাই তাই
মনের কল্পনাতে তুমি সেই
বঙ্গনারী আমার পরশ জুড়িয়ে।
আমি যাবো না গো ফুরিয়ে
সেইজন না নেয় যদি তুলিয়ে।
তোমার ওই শাখারভ আদরে
জানি রাখিবে আমারে আগলে!
তবুও ভয়ে গুছিয়া তোমায়
হাজারো মালা গাথি বিনি সুতায়!
ব্যস্থতা গুলো ঘিরে ন্যায় তোমায়
তবুও মনে করো যে আমায়!
তাই লিখে যাই সর্বক্ষণ
তোমারই বসবাস করা এই মনের খাতায়।
লেখায় তোমায় ভালোবেসেছি শুধু,
অমর করে রেখো গো আমায়।
তোমার ব্যস্ততা গুলো খুব
মধুর ছলের অঙ্গ মনে হয়।
থাকবে তুমি পাগল হৃদয়ের
সমাপ্তি বলে সেই পাতায়।