কিছু স্বপ্ন সময়ের সাথে মিশে যায়
কিছু আশা বাতাসে ভেসে বেরায়!
তবুও তুমি বুঝতে পারো না।
এই মন কতটা কাঙ্গাল তোমার জন্য!
কাছে পেয়ে হতে পারি আমি ধন্য।
অঝোর নয়নে কেঁদে উঠা নিজের জন্য
সার্থক জীবন তোমায় ভাবি নিজের অংশ!
তবুও তুমি বুঝতে পারো না, তোমাতে আমি ক্ষান্ত।
কিছু নদী পথ হারিয়ে সমুদ্রেই তার অন্ত,
আমিও এমন পথিক তোমার হৃদয়ে খুঁজি মাহাত্ন।
কিছু বৃক্ষের জন্ম যেমন আরএক বৃক্ষে হয়,
লোকে তাহারে পরগাছা কয়!
আমিও তেমন তোমার হৃদয়ের সহায়।
তোমা বিনে আপন হৃদয়ের হবে বুঝি প্রণয়।


(০৮/০৩/২০২০)
রাতঃ ০২:৩৫
[বোলপুর শান্তিনিকেতন ]