কয়েকটা তরতাজা প্রাণ ফুলের মত মূর্ছা গেল
কয়েকটা পরিবারের নিয়ন আলো ঝপাং করে নিভল
কয়েকটা আগামীর আগমনী বার্তায় লালবাতি জ্বলল
কয়েকটা কুঁড়ি দুমড়ে মুচড়ে অর্ধেক বৃন্তে ব্যাহত হয়ে টিকল।


এদের এই অবস্থার জন্য দায়ী কে?
গদিলোভী, স্বার্থপর,টাকার পাহাড় সৃষ্টিকারী একদল বেখাপ্পা মানসিকতার মানুষ।
ঘুষ দাও;যোগ্যতা না থাকলেও কাজ পাবে
ভেট দাও;কাজ না হলেও তোমার বেতন পাবে
গলা মেলাও;তুমিই স্পন্সর পাবে
ধ্বজার ছায়ায় এসো;তুমিই হবে নিয়ন্তা।
এইতো আমাদের উন্নয়নের জোয়ার
এইতো আমাদের পরিবর্তনের সমৃদ্ধি
এইতো আমাদের ডিজিট্যালের ক্যাপিটাল।


আর এসব না পারলেই দেহ নিথর হবে
তরতাজা প্রানের ময়নাতদন্ত হবে
ধ্বংস স্তুপের তলায় টমেটোর সস হয়ে চিপটে থাকবে,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়বার ভিসা পাবে
অস্বাভাবিক ঘটনায় ঘটা করে গলাগলির সুযোগ পাবে।


আমরা মিথ্যুক;কৃত্রিম দৃষ্টিহীন
নিজের মাথায় কান না দেখেই কাকের পেছনে ঘুরঘুর করি
কার দোষ,কার অবহেলা,কার বেআক্কেল...
এসব বলবনা
বলা যাবেও না
বললেই কৃত্রিম সাদা টাকার ভাঁজ থেকে বেরিয়ে আসবে ভুরি ভুরি কালি।


এভাবে চললে চারিদিকে শুধু শিহরণ
চৈতন্যের প্রবাহে শিহরণ
স্নায়ুর শিখায় শিহরণ,
কোষে কোষে বিপর্যয়ের শিহরণ
হৃদয়ে হৃদয়ে হাহাকারের শিহরণ
আত্মায় আত্মায় আর্তনাদের শিহরণ।


অবশ্য আমরা সাধারণ মানুষ
আমাদের সত্যতা নিরুদ্দেশ
হিংসা আশঙ্কা উদ্বেগই দেশ
আসলে আজ আমাদেরই কাপড় নেই।