বইয়ের পাতায় বাঘের ছবি
যেই করেছি মালুম,
তখনই বাঘ চোখ পাকিয়ে
করল জোরে হালুম।


বেজায় হেসে শুধায় তারে
আলেখ্য হলে তুমি,
কোথায় পাবে বাঁচার রসদ
কেটেছি বন ভুমি।


চুপটি করে করুণ চোখে
দ্যাখে আমার পানে,
বইয়ের পাতায় রাখার আর্জি
এটিই তার মানে।


সহসা মনে সংকেত, যদি
আমরা নিঃস্ব হয়,
অপর প্রাণী প্রবোধ পেয়ে
করে আশ্রয় লয়।


অপর প্রাণী জ্ঞানী হলেই
তারাই হবে রাজা,
বিলুপ্ত হয়ে আমরা পাব
সেরার সেরা সাজা।