যদি জীবনের বিস্তীর্ণ পথে দুশ্চিন্তা আর দুর্দশার নখরাঘাতে হৃদ কুসুম ছিন্নভিন্ন হয়...


যদি জীবনের চৌকস আঙিনায় অশান্তি আর অস্থিরতার শাণিত দন্তে বক্ষ ক্ষতবিক্ষত হয়...


যদি জীবনের শৌখিন মঞ্চে  দুর্দান্ত কঠোর হতাশা আর ব্যর্থতার তাণ্ডবে সাজানো স্বপ্ন লন্ডভন্ড হয়...


ভয় করো না, ভেঙেও পড়ো না
শুধু বুকের পাঁজরে সাহস নিয়ে অপেক্ষা করো
একটা সুনিপুন শিউলি ভোরের জন্য।


জেনে রেখো
মেঘের অন্তরালেই লুকিয়ে থাকে নীল আকাশের সুশৃঙ্খল স্বচ্ছতা
নিষ্ঠুর বজ্রপাতের আড়ালেই প্রতীক্ষা করে ফুরফুরে সজীব অভ্যর্থনা,
বিদীর্ণ অন্ধকারের গর্ভেই পালিত হয় সুবিস্তৃত আলোর ভ্রূণ
ভয়াল ভ্রুকুটি নিশার অবসানেই রাজত্ব করে আলোর আলখাল্লা।


হারানো বিষয় গুলি কে বেপাত্তা করে
আগামী প্রাপ্তির প্রতি পাত্তা দেওয়ার নামই জীবন
জীবনের চাকে আছে সুনিপুন নিখুঁত সুধা
তাকে নিংড়ে পান করার নামই বাঁচা