বুলবুল ফিরে গেছে,রেখে গেছে স্মৃতি
বহু কোল নিঃস্ব হল,বহু প্রাণ ইতি।


পাকা ধানে মই দিয়ে,শক্তি দেখি গেল
শাক শস্য শেষ করে,শূন্য করে দিল।


ঘর বাড়ি চুষে খেল,লণ্ডভণ্ড সব
পশু পাখি জীবেদের, গেলগেল রব।


দীনহীন প্রাণ গুলি,কাঁপে থরথর
অভাবের আঁচে সুখ,পুড়ে
পড়পড়।


কেড়ে নিল হাসি খুশি, সুখ শান্তি আশা
সর্ব হারা হল ওরা,নেই মুখে ভাষা।


মহামান্য মন্ত্রী গণ আর জন নেতা
দয়া করে সবে মিলে জাগি দেন চেতা।


জ্ঞানী গুণী মহাজন,আর বিশ্ব বাসি
নানা ভাবে পাশে থেকে ফিরে দাও
হাসি।