দীপু রিপু দুই বোন করে শুধু দ্বন্দ্ব
বনে গিয়ে বাঘ মেরে পাই ওরা ছন্দ,
কিতকিত খেলে তারা খেলে ফুটবল
গাছে উঠে সূর্য নিয়ে খেলে বেসবল।


গুল মেরে শীলা গুলো গুলে দেয় জলে
ফুঁক দিয়ে চাঁদ টাকে চুনো করে ফেলে,
ঝুঁড়ি ঝুঁড়ি নুন নিয়ে জলে তারা ধুয়ে
খাটে তারা ভাত খায় ডিসে থাকে শুয়ে।


পড়াশোনা করে তারা উঁচু থেকে পড়ে
জলে জল যোগ করে কত প্রাণী গড়ে,
আসমানে হাঁটে আর উড়ে মাঠে মাঠে
নাগ লোকে এরোপ্লেনে মহ মজা লুটে।