এক প্রভাতে বাপির সাথে গেছি ঝিলের ধারে,
দিনের আলো বেজায় কালো তিমির সারে সারে।


শামুক গুলো উড়িয়ে ধুলো হালুম করে আসে,
বাঘের দল হারিয়ে বল লুকিয়ে পড়ে ঘাসে।


ব্যাঙের ডাকে সাপের চোখে পড়তে থাকে জল,
হরিণ ছানা লাগিয়ে ডানা করছে কোলাহল।


কুমুদ গুলো বেজায় হুলো নাড়তে থাকে মাথা,
গোলাপ জলে  সাঁতরে চলে মাথায় নিয়ে ছাতা।


গাছের ডালে মাছেরা দোলে করতে থাকে মজা,
লেজটি তুলে মুখটি খুলে বোয়াল গিলে গজা।


সবুজ ঘাসে কাঁকড়া হাসে  নিনাদ খিলখিল,
শেয়াল কাঁদে ঝিলের বাঁধে হারিয়ে গেছে দিল।


গানের তালে সিংহের গালে মারল কেঁচো চড়,
দারুণ ত্রাসে সিংহের শ্বাসে বয়েই গেল ঝড়।


এসব দেখে বাপিকে ডেকে বলছি চলো বাড়ি,
বায়না করে নিরস্ত করে যেওনা ভাই ছাড়ি।