বসে আছি হতাশার কারাগারে
এক অমোঘ বার্তার কোলাহল মন উঠানে
গাছের পাতায় জমে থাকা ভোরের কুয়াশার মত মুহূর্ত গুলোর টুপটাপ শব্দ
আমার নিজস্ব পৃথিবীটাই জমকালো লোডশেডিং।


হঠাৎ এক রত্তি আলো-
অন্ধকার ফুঁড়ে ফরফর করে উড়তে থাকল
আমি বললাম আপনি কে?
ও বলল, আমি অক্সিজেন...।
বললাম অক্সিজেন...!
দর্পোদ্ধত স্বভাবেই বলল,হ্যাঁ আমি সেই অক্সিজেন যে না থাকলে শ্বাস রুদ্ধ হয়ে কবেই বিলুপ্ত হতি।


আমি জিজ্ঞাসা করলাম,তার সাথে হতাশার সম্পর্ক কি?


ও বলল তোদের অত্যাচার সহ্য করেও যেমন  আলো অন্ধকারে আমি প্রজ্জ্বলিত তেমনি হতাশার কেলিতেই তোর বাঁচার নিশান উড়ে।
তাকে খোঁজ;হাতের তালুতে নিয়ে সযত্নে চাট
স্বচ্ছন্দে অনুভব করবি জীবনের লিবিডো।