যে ফুলটি বিকশিত হবার জন্য এক ফিনকি জল জল করে পাগল হয়, আমরা তার দিকে তাকায় না।


যে ফুলটি বিকশিত হবার জন্য এক টুকরো আলো আলো করে গলা ফাটায়, আমরা তার দিকে তাকায় না।


যে ফুলটি বিকশিত হবার জন্য এক ফালি বায়ু বায়ু করে বিষম খায় আমরা তার দিকে তাকায় না।


আসলে মনের আঙিনায় কপটের কপাটি কেলি আর কর্মের কেদারায় স্বার্থের সহাস্য নাচের জমকালো আবেগে বিকিয়ে দিই মানবিক সফেন।