যে কিশোরী...
প্রশান্ত কুমার ঘোষ


যে কিশোরী আঠারোর আগেই আটকে পড়ে বিয়েয় খাঁচায়
যে কিশোরী অভাব আঁচে পড়া ছাড়তে বাধ্য থাকে
যে কিশোরী প্রলোভনে পাচার হয় ভিন্ন দেশে
যে কিশোরী অপুষ্টির গ্রাসে রোগের শৃঙ্খলে আবদ্ধ থাকে
তাদের কাছে কখনও কি পৌঁছায় স্বাধীনতার নরম আলো?


যে কিশোরী মেয়ে হওয়ার জন্য লাঞ্ছনা পায় দিনেরাতে
যে কিশোরী মাতৃহারা হয়ে সংসার ঠেলে মনে প্রাণে
যে কিশোরী লোভীর থাবায় সম্ভ্রম হারায় ফোটার আগেই
যে কিশোরী রাস্তাঘাটে ইভ টিজিংয়ে ঝড়ে পড়ে
তাদের কাছে কখনও কি পৌঁছায় স্বাধীনতার গেরুয়া আলো?


যে কিশোরী ইঁট ভাটাতে ইঁট গড়ে,ইঁট তোলে
যে কিশোরী কয়লা ভাঙ্গে,মাথায় করে কয়লা বয়ে
যে কিশোরী রোদে পুড়ে জলে ভিজে মাঠে খাটে
যে কিশোরী রাস্তা গড়ে,পিচের গাড়ি ঠেলে চলে
তাদের কাছে কখনও কি পৌঁছায় স্বাধীনতার শুভ্র আলো?


যে কিশোরী রসদ যোগায় পাড়ার দাদা-কাকার
যে কিশোরী শ্রমের সাথে শরীর বেচে,বাবুর কাছে
যে কিশোরী হাত ফেরি হয় দালাল রাজে
যে কিশোরী অন্ধকারে তুফান থামায় খরিদ্দারের
তাদের কাছে কখনও কি পৌঁছায় স্বাধীনতার সবুজ আলো?