জীবন মানে এগিয়ে চলা
জীবন মানে টাকা,
জীবন মানে চাকরি পেয়ে
অলসে দেহ ঢাকা।


পড়তে হবে অনেক দূর
শিখতে হবে আঁকা,
নাচ গানটা শিখতে হবে
নইলে সব ফাঁকা।


ব্যস্ত জনক ব্যস্ত জননী
ব্যস্ত সমাজ তল,
হরেক দেব গৃহ শিক্ষক
পেতে দারুণ ফল।


এমন যদি অভ্যাস করি
শিশু হবে বিপক্ষ,
চাপের ঠেসে হৃদয় তট
হবেই হবে রুক্ষ।


বিনিদ্র হও সময় আছে
স্বাধীন কর তাকে,
সৃজন মন্ত্রে দীক্ষিত কর
দেখাও সমাজটাকে।


জানবে শিশু এসেছ তুমি
পুণ্য পবিত্র ধামে,
অস্তিত্ব রাখো মহান তীর্থে
তোমার শুভ কামে।