পাপ,দুঃখ,অনুশোচনা,ঘৃণা এগুলো মৃত্যুর মহাস্ত্র।


জীবনের রাজপথে পাপ আসলে ওকে রণনিপুন মনে প্রত্যাখ্যান করো
জীবনের ঢেউয়ে দুঃখ আসলে, ওকে তুড়ি মেরে উড়িয়ে দাও
জীবনের স্রোতে অনুশোচনা আসলে,ওকে নিষ্ঠুর ভাবে নিরুদ্দেশে নিক্ষেপ করো
জীবনের আঙিনায় ঘৃণা আসলে,ওর লোমশ শরীরে ছুঁড়ে দাও সাহসী জ্বলন্ত বহ্নিশিখা।


আনন্দকে নিপুণ ভাবে ধরো
ওর গুটানো হাতটা প্রসারিত করে নাও
ওর সুবিস্তৃত শীতল ছায়ায় নিখোঁজ হও়
সুনিপুন মনে আনন্দকে উপভোগ করো।


সুখ আর শান্তির ঢেউয়ে নাচো,
গান করো
হুল্লোড় করো
স্বস্তি আর তৃপ্তির সুসজ্জিত রোশনাই আলোকিত হও
উদ্ভাসিত হও
স্ফূর্তি করো।


দুঃখ, যন্ত্রনা,পাপ,মৃত্যু,কষ্ট... এগুলোকে বেপাত্তা করো,
শুধু জীবন কে পাত্তা দাও
আর জীবনের জয়গান গাও...
জীবন মানে সাফল্য
জীবন মানে উল্লাস
জীবন মানে জোয়ার
জীবন মানে প্রগতি
জীবন মানে এক মুঠো শিউলি
জীবন মানে বাঁচা,বাঁচা এবং বাঁচা।