কাব্য প্রভু চলে গেল কাব্য স্রোতে বয়ে
সৃষ্টি গুলি থেকে গেল মহনীয় হয়ে।
পূর্বকাশে নিত্য ঊষা কবিতার ক্লাস
উলঙ্গ রাজা কাব্যের নব মহাকাশ।
নক্ষত্র জয়ের জন্য রচিলে নীরবে
'আয় রঙ্গ' 'অন্ধকার বারান্দা' সগর্বে।
উদ্ভিন্ন মহা চরিত্র ভাদুড়ী মশাই
জনশ্রুতি রাজা তোর কাপড় কোথায়...।
কাব্য থেকে চুয়ে পড়ে ফোঁটা ফোঁটা রোদ
তব কাব্য মহাসিন্ধু স্বর্গ সুখ খোদ।
নত শিরে চুমি পদ ওগো মহাজন
কাব্য প্রভু শান্তি পান এই আবেদন।