১. কাচ
প্রশান্ত কুমার ঘোষ


চুন সোডা বালি গুঁড়া করে মিশিয়ে নাও
হাজার ডিগ্রির বেশি তাপে ওদের গলাও
উপাদান গুলি যুক্ত হলেই দ্রুত করো ঠান্ডা
দেখবে একটি স্বচ্ছ শক্ত রূপ, যার নাম কাচ।


২. কাচ মন
প্রশান্ত কুমার ঘোষ


কাচ যদি আয়না হয়,মুখ দেখতে পাবে
কাচ যদি কাপ হয়,পানিয় খেতে লাগে
মন যদি কাচ হয়,দেখা যায় নিজ ছবি
শুদ্ধ ভাবে থাকলে পরে দেখতে পাবে শশী-রবি।