১. কাশফুল
প্রশান্ত কুমার ঘোষ


নদী তীরে ভিড় করে শরতের কালে
সাদা সাদা ফুল গুলো নাচে  নিজ তালে,
আকাশের সাদা মেঘ দেখে মনে হয়
যত কালো মুছে দিয়ে করে আলো ময়।


২. শরত রানী
প্রশান্ত কুমার ঘোষ


শরত রানী রানী হয় কাশ ফুলের শোভায়
শ্বেত শুভ্র বাঁকা স্রোতে মন কেড়ে লয়,
চারিদিক সাদা আর বাতাসের ছন্দ
অসুর নাশিনীর আগমনে কেটে যায় মন্দ।