করোনার নিদর্শন জেনে রেখ সবে,
সচেতন না হলেই দূরে পড়ে রবে।
জ্বর সর্দি কাশি আর থাকে শ্বাস কষ্ট,
হতে পারে গলা ব্যাথা,বোধ বুদ্ধি  নষ্ট।
এসবের খপ্পরে পড়ে যদি যাও,
অতি দ্রুত প্রশাসনে ডাক দিয়ে দাও।


এসো সবে নষ্ট করি করোনার বংশ,
কিছু রীতি মেনে নিলে ভাইরাস ধ্বংস।
কাছাকাছি বেশি জনে কোলাহল বন্ধ,
কোলাকুলি হ্যান্ডশেক এসবও মন্দ।
পুষ্টিকর খাদ্য খাও আর নাও ক্ষান্তি,
হাত ধও স্বচ্ছ থাকো দুর করো ক্লান্তি।


সাবধানে থাকো আর মনে রাখো জোর,
দেহ ব্যবধানে কাটে করোনার ডোর।
হাঁচি কাশি হলে টিস্যু- মাস্ক চেপে দাও,
মুখে চোখে নাকে হাত দেয়া এড়ি যাও।
বার বার সোপ দিয়ে ধুয়ে নিলে হাত ,
হবেই বেহায়া হিংস্র দৈত্য কুপোকাত।