এক যে আছে মজার কুটুম,সবার তিনি মামা
দিনের বেলা ঘুমিয়ে থাকেন,রাত্রিতে দেন হামা।
মামা হলেন মহান তোফা,একটি নিটোল থালা
রুপালি আঁশে সাঁঝের সময়,খুলেন রশ্মি মালা।
সাঁঝ বেলা স্বজন সবার,সবার চোখের মণি
রঙ্গমঞ্চের মহান নায়ক,মহানন্দের খনি।
যখন তিনি উঠেন জেগে,খুশির বাতাস বয়ে
ঘুমায় যখন বিশ্ববাসী,থাকেন প্রহরী হয়ে।
শান্তির সাগর তাঁর আবহে,ঝুট ঝামেলা চুপ
নিশির নিবিড় কাল শিটেতে,জোছনা পড়ে টুপ।
আমার মামা বংশের মামা,সবার মামাই তিনি
মর্তলোকের আমরা সবাই,মামার কাছে রিনি।