শরতের শ্বেত শুভ্র মুহূর্তে আরও একটা প্রতিভা পঞ্চ ভূতে মিলিয়ে গেল।


মিলিয়ে গেল সকালের শিশিরের মত চিকচিক করা একটা রিফাইন স্বপ্ন।


স্বপ্নটাকে খুঁপে খুঁপে ক্ষত বিক্ষত করে বিলীন করে দিল বিকৃত লোভের এক দল লোলুপ পাষণ্ড।


পাষণ্ডের পৈশাচিক স্রোতে দিনের পর দিন একটা একটা করে তলিয়ে যাচ্ছে অনন্ত সম্ভাবনা।


অনন্ত সম্ভাবনার অকাল পতনে জন্ম নিচ্ছে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ।


বেশ কিছু মেকি বিক্ষোভের গর্ভে লুকিয়ে আছে রঙিন স্বার্থ সিদ্ধির চোখ ঝলসানো মশকরা।


সেই মশকরার হাতে হাত রেখে ফিরে ফিরে আসছে আপডেটেড বলাৎকার।


বলাৎকার সেদিনই শেষ হবে যেদিন আমরা-
অন্যায়ের প্রতিবাদে রং মেশাব না
বলাৎকারিকে রঙের স্বার্থে রাঙিয়ে নেব না
ব্যক্তি স্বার্থের জন্য আবিবেকিদের আড়াল করব না।


আমাদেরকেই আগামীর হৃদয়ে সম্ভ্রম রক্ষার বীজ রোপণ করতে হবে,
সৃষ্টির সম্ভারকে সমাদর করার বার্তা মন ওয়ালে সেঁটে দিতে হবে।


আমাদের জানাতে হবে-
নারী কোন ভোগ্য বস্তু নয়,
নারী-পুরুষ আত্মার পোশাক মাত্র
ঈশ্বরের নির্দেশে পোশাক ও মেকআপের মাধ্যমে এ রঙ্গমঞ্চে অভিনয় করছি
তুমিও পোশাক পাল্টে নারী পোশাক পরলেই...।