নিত্য ঘুমায় দুপুর বেলা
তপ্ত টিনের চালে,
ঘুমের ঘোরে নাচতে থাকে
হিন্দি গানের তালে।


পায়রা গুলো আসলে কাছে
কন্ঠ বকবকম,
বাজ পাখিকে দেখলে তার
ধন্দ নানারকম।


পড়লে জল আকাশ থেকে
হাম্মা করতে থাকে,
শীল কুড়ায় ঠোঁটে করে
গপ্প টুনির সাথে।