কেউ আমাকে আদর করে 
কেউ জড়িয়ে বুকে,  
কেউ আমাকে বাঁদর বলে 
থুতু ছড়ায় মুখে। 


কেউ আমাকে বাপুজী বলে 
কেউ সোনার চাঁদ,  
কেউ বলছে ধান্দা বাজের 
পেতেছি নাকী ফাঁদ।  


কেউ আমাকে মানিক বলে
অসহায়ের সহায়,   
কেউ আবার ফকির বলে 
নেই ওর রেহায়।


গুরু জনেরা মমতা দিয়ে 
মাথায় রাখে হাত 
কেউ বলছে মানুষ ঠকি 
পাড়ছি নাকি পাত 


কেউ হাজার দশের কাজ 
একশ দিয়ে সারে, 
কেউ কাজের শেষটি হলে 
বুকেই ছুরি মারে।


কোন কথায় কান দিইনা
কর্ম করেই চলি, 
সেবার গাছে তোমরা সব 
এক একটি কলি। 


মানব সেবা পরম ধর্ম
মানুষ মোর ধন, 
সবার পাশে থাকব আমি
এই করেছি পণ।