যমরাজ প্রতিদিন পত্রাদি পাঠায়
প্রত্যাখ্যান করি আমি বুকের পাটায়।


তীর্থক্ষেত্রে ভালো কাজ করে যেতে চাই
মানবের স্বার্থকতা দায়িত্ব করাই।


মৃত্যুর তুরির শব্দ ভেসে আসে কানে
স্বর্গ যান চক্র দেয় পরাক্রম রানে।


ডরাই না তারে আমি ব্যস্তে ঘনঘটা
মুষ্টিবদ্ধ মন আর মুখে সূর্য ছটা।


বিকশিত ফুল আমি দিতে চাই ফল
সেই ফলে সমাজটা পাবে ঠিক বল।


কিছুদিন চুপ থাকো শুনো যমরাজ
সমাজটা সমৃদ্ধ করি করে সেবা কাজ।


তেড়েফুঁড়ে আসো যদি নিয়ে যেতে সাথে
ভেঙে যাবে নির্দয়তা আমার আঘাতে।