আন্দোলন করিসনা
মিথ্যার গনগনে অন্ধকারে সত্যের জেল্লা খুঁজতে যাসনা।


অভিজ্ঞ হ কিন্তু মূর্খের ভান কর
বেঁচে বর্তে থাক
এমে পাশ করে সবজি বেচ
তেলেভাজার ইন্ডাস্ট্রি হ
কসমেটিক বেচেই সিদ্ধিলাভ কর


অন্যথা করিস তো
কোষে কোষে  বুলেটের কপাটি লীলা
রক্তের কণিকায় গর্জে উঠবে হিটলার
হৃদয়টা ফালাফালা করে দেবে স্বার্থের গণিতজ্ঞগণ
গাছের পাতার মত টুপ করে...।


জানিসনা?
সুগন্ধ দিতে গিয়ে পাপড়িই মূর্ছা যায়
অক্সিজেন হয় কার্বন ডাই অক্সাইড
সাজাতে গিয়ে নিজেই ফ্যাকাসে হয়


তার চেয়ে ঠুঁটো জগন্নাথের মত সত্যের ফেরিওয়ালা হ
কিন্তু দরদাম করে বেচতে যাসনা
রং মাখানো সোনার কেল্লাই সোনার গন্ধ শুঁকতে চাস!