ভারত মাতার বীর সেনারা
শহীদ হল ভাই রে,
প্রেমের দিনে পুলওয়ামায়
খসল তাজা কলি রে।


হিংসাকারীর করাল থাবায়
মায়ের কোলে রক্ত রে,
সঙ্গিনীটাও নিঃস্ব হল ভাই
থামল তার গতি রে।


কচিকাঁচার স্নেহের আকাশ
ভাঙল দুম করে রে,
পিতামাতার সোনার ফসল
অসুর ছিনি নিল রে।


অহিংসার দেশে হিংসার ঢেউ
আছড়ে পড়ে ভাই রে,
সংঘাতের চরম অবস্থায়
দেশের আপা-মর রে।


সহোদররাই মদত দেয়
অন্ধ স্বার্থ মোহে রে,
দালাল হৃদয় নিপাত যাক
উঠুক তারা জেগে রে।


আয়রে সবাই মিলন করি
মহান দেশ গড়ি রে,
একই ফুলের পাপড়ি হয়ে
সুবাস এঁকে যাব রে।