স্বপ্ন দেখি স্বপ্ন বেচি জাগি দিনে রাতে,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি থাকি শাকে ভাতে।
স্বপ্ন গুলো ধুঁকে ধুঁকে শুকিয়ে গেল শেষে,
অন্ন বস্ত্র খাদ্য টানে স্বপ্ন যে যায় ফেঁসে।


ছড়ি ছিটি পড়ে থাকা স্বপ্ন গুলো খুঁজি,
তালি দিয়ে স্বপ্ন নিয়ে বারে বারে জুঝি।
রঙিন করে ফিরিয়ে আনি রাখি আবার বুকে,
অতিমারি স্বপ্ন গুলো খেয়ে নিলো সুখে।